শেরপুরের নালিতাবাড়ীতে নিপা আক্তার (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলায় ওই গৃহবধূর শ্বাশুড়ি শহিতন বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গৃহবধূর মা হামিদা খাতুন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী, শ্বাশুড়ি ও দেবরসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের লিটন মিয়ার মেয়ে নিপাকে ৪ বছর পূর্বে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের আকরাম হোসেনের পুত্র সোহেল মিয়ার কাছে বিয়ে দেন। বিয়ের পর তাদের সংসারে একটি সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয়ে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নিজঘরে গলায় উড়না পেচিয়ে গৃহবধু নিপা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে গৃহবধুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে নিহতের শ্বাশুড়ি শহিতন বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসাথে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।