
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ইমরান খানের নির্দেশনায় আজ (৫ মার্চ ২০২৫ ইং) বুধবার পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন কর্তৃক রায়পুর বাজারের পাইকারি দোকান ও আড়ত গুলোতে কঠোর অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান। অভিযানে ৮টি মামলায় মোট ২১,০০০/- অর্থদণ্ড প্রদানপূর্বক নগদ আদায় করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সুত্রে জানাগেছে।
একজন ভুক্তভোগী ক্রেতা সাধারণ আক্ষেপের সুরে বলেন, প্রতিবছর রমজান মাস আসলে নিত্য পণ্যের দাম দ্বিগুণ করে ফেলেন মুনাফাকর ব্যবসায়ীরা। এতে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের অসহনীয় কষ্ট হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে।
আমরা চাই উপজেলা প্রশাসন এভাবে অভিযান অব্যাহত রাখলে মুনাফা খোররা মজুদদাররা আর সুবিধা করতে পারবে না। এই অভিযান পরিচালনা করার জন্য আমরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।