
বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানান আয়োজনের মধ্য দিয়ে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।৫ই ফেব্রুয়ারি বুধবার জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় জিয়া সাইবার ফোর্সের ফুলবাড়ী উপজেলার রোকনুজ্জামান লাকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আলম পেয়ারার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল , সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক,যুবদলের আহ্বায়ক অপৃর্ব লাল সেন প্রমুখ।