
পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে অনলাইন প্লাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’ এর অন্যতম সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ- সভাপতি এবং পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য মোজাহারুল হক প্রধানের কনিষ্ঠ পুত্র আবু সালমান প্রধান কে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের এম আর কলেজ মোড় হতে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় সে দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামে বেনামে আইডি খুলে পতিত আওয়ামী লীগ সরকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও খবর প্রচার করে আসছিল। সে জয় বাংলা জুম ব্রিগেড এর সক্রিয় সদস্য ছিল।