
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার : নওগাঁর রানীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজ রায়হানের সাথে জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।আজ বুধবার (৫ই মার্চ) সকাল ১১টার দিকে আজকালের কন্ঠ পত্রিকার সাংবাদিকবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় রাণীনগর থানার বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনাও করা হয়।
নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজ রায়হান বলেন ‘সরকার আমাকে এই এলাকার মানুষের সেবা করার জন্যে পাঠিয়েছেন। আমি এই থানার মানুষের সেবার জন্যে ২৪ঘন্টা প্রস্তুত আছি। সাধারণ মানুষ থেকে শুরু করে যে কেউ আমার সাথে, যে কোনো সময় দেখা করতে পারবে। আইনি প্রক্রিয়ার বাইরেও যদি কেউ কোনো পরামর্শ নিতে আসে, ইনশাআল্লাহ আমার কাছ থেকে তাকে ফিরে যেতে হবে না।
এ সময় নবাগত ওসি মহোদয় উপস্থিত সাংবাদিকদেরকে অপরাধ নির্মূলের জন্যে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সহায়তা করার জন্যে বিশেষভাবে অনুরোধ করেন।
দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার পক্ষ থেকে- নওগাঁ জেলা প্রতিনিধি মো: আরাফাত আলীর পাশাপাশি এ সময় রাণীনগর উপজেলা প্রতিনিধি মো: রায়হানুল হক, আত্রাই-রানীনগর থানা ক্রাইম রিপোর্টার মো: আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও দৈনিক বাংলাদেশ সমাচারের রানীনগর উপজেলা প্রতিনিধি মো: রায়হান আলী এবং হ্যালো বিডি নিউজ ২৪এর শিশু সাংবাদিক মো: আবু সাঈদ এ সময় উপস্থিত ছিলেন।