মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জিল্লুর রহমান (৭৪)। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সাংবাদিক জিল্লুর রহমান র্দীঘ দিন থেকে দুরারোগ্য ব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত সহ ডায়াবেটিস ও বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার(৪ র্মাচ) বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে রেইনবো নামে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে বাড়িতে নিয়ে আসার পর মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে তার নিজ বাড়ি রাণীগঞ্জ বাজার দক্ষিণ দেবীপুর গ্রামে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।বুধবার (৫ র্মাচ) সকাল ১১টায় উপজেলার রানীগঞ্জ বাজারের দক্ষিণ দেবীপুরে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।এরপর বাদ যোহর তার পৈত্রিক নিবাস কষ্ণরামপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। সাংবাদিক জিল্লুর রহমান দৈনিক ইত্তেফাক,দৈনিক করতোয়া, দৈনিক উত্তর বাংলা,ইংরেজি ডেইলি অবজারভার পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি হিসেবে র্দীঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।তার মৃত্যুতে ঘোড়াঘাট প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, ইউএনও, এসিল্যান্ড, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা র্কমীরা সহ তার সহর্কমীরা গভীর শোক প্রকাশসহ তার সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।