
পটুয়াখালী গলাচিপা চরবিশ্বাস ইউপির চর বাংলায় দিয়ারা জরিপে অবৈধ ও ভুয়া বন্দবস্তকারীদের অনুপ্রবেশ বন্ধের দাবীতে মানববন্ধন -বিক্ষোভ করেছেন দরিদ্র কৃষকরা। জানা গেছে,সোমবার বেলা ১১টায় পটুয়াখালী ডিসি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি জমা দেয়া হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত কৃষকরা সাংবাদিকদের বলেন,আমাদের জমি ছেড়ে আমরা কোথাও যাব না।প্রয়োজনে আমরা কাফনের কাপড় পড়ে এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জীবনকে বিসর্জন দিব। তারা এসময় সাংবাদিকদের আরও বলেন, বাব দাদার আমল থেকে এই চর বাংলায় বসবাস করি দীর্ঘ বছর। বর্তমানে দিয়ারা জরিপে কিছু অসাধু ব্যক্তি ভুয়া বন্দোবস্তের কাগজ পত্র বানাইয়া আমাগো চর থেইক্কা বেদখল করার পায়তারা চালাইতেছে।
এব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য বিভিন্ন কার্যালয়ে অভিযোগ দিয়ে কোন সুবিচার মিলছেনা বলে জানান চর বাংলার গরীব কৃষকরা। তাদের দাবি দিয়ারা জরিপ ও অবৈধ বন্দোবস্ত বাতিল করে আইনগত ব্যবস্থা নেয়া হোক যাতে ভুয়া বন্দোবস্তকারীরা চর বাংলায় অনুপ্রবেশ না করতে পারে।
মানববন্ধন কর্মসূচি শেষে চর বাংলার বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড কৃষকদের পক্ষে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি জমা দেয়া হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।