
মোকলেছার রহমান কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে মিরাজ হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মমিনুর ইসলাম মমিন ও লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজার রহমান বুলেট এবং রংপুরে মুন্না হত্যা মামলায় চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান কে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
গতকাল সোমবার (৩ মার্চ) সন্ধায় তাদের কে নিজ নিজ বাড়ী হতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে হত্যা মামলায় থাকায় তাদের কে গ্রেফতার করা হয়েছে এবং এ মামলায় পলাতক আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।