ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
দুইটা কালভার্ট বদলে দিয়েছে নড়াইলের দশটি গ্রামের মানুষের জীবন
পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার আটক-১
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মৃত্যু ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন
সরাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নওগাঁয় স্ত্রীর স্বীকৃতি চেয়ে এক নারী সংবাদ সন্মেলন
রাণীনগরে ভ্যানের চাকায় শাড়ি আঁচল পেঁচিয়ে বৃদ্ধা নিহত
পল্লবীতে জুয়ার আসর থেকে ৩ জুয়ারী গ্রেফতার
ঢাকা উ.সিটির সাবেক কাউন্সিলর মুরাদ গ্রেফতার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,নারীসহ গ্রেফতার ১১
এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা: ডিএমপি
মোহাম্মদপুরে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
সেনা অভিযান:হাতবোমা ও দেশিও অস্ত্রসহ কব্জি কাটা গ্রুপের ৬ সদস্য গ্রেফতার
বাসা থেকে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ,আটক ১
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ: ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৭২

মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী শয়ন সহযোগীসহ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের কুখ্যাত গডফাদার ও সন্ত্রাসী শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতার শয়নের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এবং অপহরণ সহ দশটি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) ৪৬ পদাতিক ব্রিগেড এর ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিহাব হোসেন শোয়ন ওরফে আরাফাত মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের অন্যতম সহযোগী। ঢাকা দক্ষিণের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান এবং রাষ্ট্রনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ঢাকা থেকে শেরপুরে পালিয়ে যান। সম্প্রতি, তিনি আগারগাঁওয এলাকা শয়নের সন্ত্রাসী বাহিনীকে পুনর্গঠিত করতে ঢাকায় ফিরে আসেন।

৪. গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মোহাম্মদপুর সেনাবাহিনীর দুইটি দল তার সম্ভাব্য গন্তব্যের পয়েন্টে দুটি চেকপয়েন্ট স্থাপন করে। ফলস্বরূপ, তাকে মোটরসাইকেল চালানোর সময় মানিক মিয়া এভিনিউতে তাকে গ্রেফতার করা হয়।

৫. পরিচয় নিশ্চিত হবার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে, তার দুই সহযোগী, রিদয় এবং সোহাগ কে আগারগাঁও এলাকা থেকে থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত এবং তার সহযোগীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শের-ই-বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার শয়নকে পরবর্তীতে আদাবর থানায় আনা হয়েছে।

এই সেনা কর্মকর্তা আরও জানিয়েছেন, জনমনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী তাদের অভিযানে বদ্ধপরিকর থাকবে। পাশাপাশি সন্ত্রাসীদের খোঁজ পেলে সেনা ক্যাম্পে তথ্য দেয়ার অনুরোধ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ