
নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা: খুলনা জেলার রুপসা থানার ৫নং ঘাটভোগ ইউপির সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী (৫০)গ্রেফতার। খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম “ডেভিল হান্ট অভিযানে” ০২/০৩/২০২৫ খ্রিঃ রাত্র ০১:৪৫ ঘটিকায় খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন দেলখোলা এলাকা হতে সাধন অধিকারী (৫০), পিতা-মৃত গুরুদাস অধিকারী, মাতা-আরতী অধিকারী, সাং- ডোবা, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-২৯ নং দোলখোলা, জনৈক মাহাবুব ইসলামের বাড়ীর ভাড়াটিয়া, খানা-খুলনা সদর, মহানগর খুলনাকে গ্রেফতার করে।
উক্ত আসামী সাধন অধিকারী (৫০) খুলনা জেলার রূপসা থানাধীন ০৫নং ঘাটভোগ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। এছাড়াও উক্ত আসামী খালিশপুর থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৮/২০২৪ খ্রিঃ, ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/৪৩৬/ ৪২৭/৩৪ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।