
৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল গাড়িবহর জনতার বাঁধভাঙ্গা বহিঃপ্রকাশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জনসমর্থন নিয়ে জনজোয়ারে মধ্য দিয়ে জেলা শহরের প্রধান সড়কে দেখা যায় শোডাউন করেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন্স ফিরোজুর রহমান ওলিও। ২৮/১১/২০২৩ মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে এই শোডাউন করেন। এর আগে সরাইল বিশ্বরোড মোড়ে তাকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন তার কর্মী-সমর্থকরা।
এ সময় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে তার পক্ষে সমর্থন জানান তারা। পরে ফিরোজুর রহমান বিশাল মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে সদর উপজেলার নন্দনপুর, সুহিলপুর, ঘাটুরাসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে জনগনের কাছে দোয়া ও সমর্থন চান। তিনি নিজে ফুল ছিটিয়ে দিয়ে জনগণের মাঝে সালাম বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, জনগন তার পক্ষে রয়েছে। যার প্রমাণ আজকের এই জনগণের ঢল। আমি আপনাদের লোক আপনাদেরকে নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়ার পূর্বে আমাকে উপজেলা নির্বাচনে বিজয় করেছেন মাটি ও মানুষের উন্নয়নে কাজ করেছি বাকি জীবনটুকু আপনাদের কাজ করে যেতে চাই এবং আপনাদের সুখে-দুখে পাশে থাকতে চাই আমি জাতীয় সংসদ নির্বাচন করবো বলে পূর্বেই থেকে কথা দিয়েছিলাম তাই আমি নির্বাচন করব সুষ্ঠু নির্বাচন হলে জনগনের জয় সুনিশ্চিত।
প্রসঙ্গত, ফিরোজুর রহমান ওলিও এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসে হিসেবে সদর উপজেলা পরিষদের বিশাল ভোট ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আসন্ন নির্বাচনে অংশ নিতে তিনি গত ২১ নভেম্বর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ২২ নভেম্বর তার পক্ষে ছেলে শেখ ওমর ফারুক জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন।