ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

তেঁতুলিয়ায় আন্ত: ডাকাত দলের পাঁচ সদস্য লুটের মালামালসহ আটক

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় রাতভর ডাকাত আতঙ্ক। পুলিশের সাথে রাতভর পাহাড়া দেন নিজ নিজ এলাকায় স্থানীয়রাও। এর মধ্যেও উপজেলায় ঘটে যায় দুইটি ডাকাতির ঘটনাও। দীর্ঘ সময় ধরে পুলিশের অভিযানে লুটের মালামাল সহ ভজনপুর এলাকা থেকে ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়।
সোমবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এসব তথ্য জানান। এসময় তিনি বলেন আমরা গোপন সুত্রে খবর পেয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করি এবং জেলা পুলিস তেতুলিয়া মডেল থানা পুলিশ,ডিবি পুলিশে সমন্বয়ে গঠিত কয়েকটি বিভিন্ন অভিযান পরিচালনা করে । কয়েক ঘন্টার মধ্যে ডাকাতদলের পাঁচ জন সদস্যকে লুটের মালামাল সহ আটক করতে সক্ষম হয়েছি। তারা সবাই আন্তঃ জেলা ডাকাতদলের সদস্য। তাদের ব্যাবহারকৃত একটি নীল রঙের ৬ চাকার ট্রাক (রেজি নং ঢাকা মেট্রো ২৩-১৪২৩) লোহার রড, গাছের ডাল, রশি জব্দ করা হয়েছে। এছাড়াও লুটের মালামালের নগদ ১২৫০০ টাকা, ৬ বাটন মোবাইল, স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রংপুর জেলা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হরিপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ তহিদুল ইসলাম (৪০), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর এলাকার আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই উপজেলার আজমপুর ফকির পাড়া এলাকার বাদশা ফকিরের ছেলে হাসানুর (৪০) ও শাহপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে মোঃ আয়নাল (৩৮)।এর আগে শনিবার দিবাগত রাতে তেতুলিয়া সদরের আজিজনগর এলাকার বেলায়েত হোসেনের বাড়িতে ৮ থেকে ১০ জনের ডাকাত চক্রের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় বেলায়েত হোসেন ও তার স্ত্রীকে বেধে রেখে মারধর করেবাড়িতে থাকা ৩৮ হাজার টাকা সহ আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। খবর দ্রুত ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। ডাকাতদের ধরতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর চেকপোস্ট স্থাপনের পাশাপাশি রাতভর অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক টিম।পুলিশের সাথে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে পাহাড়া দেয়।
ডাকাতদলের আক্রমনের স্বীকার বেলায়েত হোসেন জানান, আমার বাড়ির দেয়াল টপকে ডাকাত দলের ৮ থেকে ১০ জন সদস্য ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমি ও আমার স্ত্রীকে মারধর শুরু করে। তাদের হাতে চাকু, ছোরাসহ দেশিয় অস্ত্র ছিলো। পরে তারা আমাদের হাত পেছনে বেধে রেখে পুরো ঘর এলোমেলো করে ফেলে। ঘরে থাকা ৩৮ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নেয় তারা। আমার স্ত্রীর কান ও হাত থেকে স্বর্ণালঙ্কার খুলে নেয়। সব মিলিয়ে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ছিলো। পাশের ঘরে আমার মেয়ে ছিলো। ওই ঘরের দরজা খুলতে পারেনি। আমার মেয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের ফোনে জানিয়ে দিলে তারা এগিয়ে আসে। এ সময় পালিয়ে যায় ডাকাতরা। তারা পিকআপ নিয়ে এসেছিল। তাদের কারো মুখে কালো কাপড় ছিলো। এখনো আমাদের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুনঃ