
নওগাঁর আত্রাইয়ে থানা-পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন
অমিত কুমার সাহা (২৮), যিনি বাংলাদেশ ছাত্রলীগ আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
অমিত কুমার সাহা উপজেলার বহলা গ্রামের ডাক্তার অমিও কুমার সাহার ছেলে। আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন জানান,রাজনৈতিক মামলায়
সোমবার (৩রা মার্চ) দুপুর ১টার দিকে সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আত্রাই থানায় হেফাজতে রাখা হয়েছে।