
মুন্সীগঞ্জের শ্রীনগরে কৃষকের গোয়াল ঘর থেকে রাতের আধারে চারটি গরু চুরি হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের পশ্চিম হাসাড়া গ্রামের কৃষক আহম্মদ আলীর বাড়িতে এই গরু চুরির ঘটনা ঘটে । গরুর মালিক ও পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখে গোয়াল ঘরের তালা ভেঙে গরু চুরি করে নিয়ে গিয়েছে চোর চক্র।
গরুর খামারের মালিক ও গ্রামবাসি সূত্রে জানা গেছে, বুধবার রাতে চোরের দল রাত আনুমানিক তিনটার দিকে খামারে প্রবেশ করে । তারা খামার থেকে চারটি গরু চুরি করে ট্রাক যোগে নিয়ে চম্পট দেয়। চুরি হয়ে যাওয়া চারটি গরুর আনুমানিক মুল্য প্রায় সাত লাখ টাকা।
এ বিষয়ে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত বর্তমানে চলমান রয়েছে আসামিদের সনাক্ত করা চেষ্টা করছি।