
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের মাধ্যমে কুখ্যাত হয়ে উঠেছে এক মহিলা, যার নাম শিউলি। স্থানীয় সূত্রে জানা যায়, সে বিভিন্নভাবে মানুষের বিশ্বাস অর্জন করে এবং পরবর্তীতে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।
শিউলির প্রতারণার জাল এতটাই বিস্তৃত যে, সে এলাকার কিশোর গ্যাংগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। তারা একে অপরকে সহায়তা করে বিভিন্ন অনৈতিক কাজে, যার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।
এলাকার এক ভুক্তভোগী জানান, “শিউলি প্রথমে খুব আপন করে নেয়, কথা দিয়ে বিশ্বাস অর্জন করে। তারপর যখন সময় আসে, তখনই প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। প্রতিবাদ করলে হুমকি-ধমকি দেয় এবং কিশোর গ্যাং দিয়ে ভয় দেখায়।”
স্থানীয়রা শিউলির এই প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যেন কেউ শিউলির প্রতারণার শিকার না হন। কেউ প্রতারণার শিকার হলে দ্রুত থানায় অভিযোগ করার অনুরোধ জানানো হয়েছে।