
৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ ০২মার্চ ২০২৫ তারিখ সকাল ১০:৩০
ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম; জেলা পর্যায়ে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ; জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ; রোভার স্কাউট ও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী।