
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মুরারীপুর গ্রামে আদালতের আদেশে কমিশনের মাধ্যমে প্রাপ্ত ভোগদখীয় জমির চারা বিনষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী মতলুবর রহমান সরকার মিলন বাদী হয়ে ৮ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় অভিযোগ দাখিল করেছেন।
বাদী তার অভিযোগে উল্লেখ করেন, বিগত ১৯৮৫ সালে আদালতেরর মাধ্যমে কমিশন নিয়োগ করে ম্যাজিস্ট্রেট ও পলাশবাড়ী থানা পুলিশের সহায়তায় ঢোল শহরত করিয়া লাল পাতাকা দিয়ে ২১ শতক জমি বাদীর পক্ষে বুঝে দেয়। উক্ত জমি অদ্যবধি বাদীসহ বাদীর পরিবারের লোকজন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছে।
এমতবস্থায় গত ২৬ ফেব্রুয়ারি বিবাদী একই গ্রামের মৃত দছিম উদ্দীনের ছেলে রেজাউল করিম গংরা দলবল নিয়ে বাদীর জমিতে রোপিত ইরি ধানের চারা উপড়ে ফেলে অন্তত: ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ ব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।