
পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাব এর ২ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন- আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে পটুয়াখালী শহরের চৌরাস্তা থেকে মোটর শোভাযাত্রা করে কুয়াকাটায় যায় এ ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। শনিবার রাতে তাদের বনভোজন – আনন্দ ভ্রমণ শেষ হয়। এসময় তাদের উক্ত বার্ষিক বনভোজন – আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাব এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় সভাপতি নওরোজ হিরা সহ পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাব এর অন্যান্য নেতৃবৃন্দ।