
চট্টগ্রামের পতেঙ্গায় উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে ‘মব’ সৃষ্টি করে মারধরের ঘটনায় আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) রাতে নগরের পাঁচলাইশসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সিএমপির বন্দর বিভাগের উপকমিশনার বদরুল আলম মোল্লার নির্দেশনায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন আউটার রিং রোডের চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্য ইউসুফ আলীর ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ দাবি করে মারধর করে এবং মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আগেই দুই হামলাকারী সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু জব্দ করেছে পুলিশ।
ডিআই/এসকে