ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন
নোয়াখালীতে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মিরা
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু
আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা
কচ্ছপিয়া বিএনপি কর্তৃক এমপি কাজলের পক্ষে এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশ্যে ধুমপান ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা, রোজায় সবাইকে সংযোমি হতে হবে

অন্তবর্তিকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধুমপান থেকে বিরত থাকাতে হবে। এখন রোজায় সবাইকে সংযোমি হতে হবে।

রবিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্সের বিভিন্ন মেসের ক্যান্টিন, রান্না ঘর ঘুরে দেখেন। সংশ্লিষ্টদের সঙ্গে পুলিশ সদস্যদের খাবারের মানের বিষয় কথা বলেন। পরিদর্শনের সময়ে একাধিক পুলিশ কনস্টেবলের সঙ্গেও কথা বলেন। তাদের খাবার, বেতন ও পরিবারের সদস্যদের খোঁজ নেন।

মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার ঘটনা ও দেশজুড়ে চলা মবের বিষয় জানতে চাইলে তিনি বলেন, দুই নারীর ওপর হামলার ঘটনায় আমি যতটা জেনেছি তারা দুজনে সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু লোক নামাজে যাওয়ার সময়ে তাদের বাধা দেয়। তাদের ওপর চা ছুড়ে মারা হয়েছে। আপনারা জানেন নারী পুরুষ সবার জন্যেই প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ। এটা কিন্তু অপরাধ,এটা সবাই মেনে চলবেন। সবাইকে অনুরোধ করবো বাহিরে যেনো কেউ সিগারেট খাবেন না। এখন রোজায় সবাইকে সংযোমি হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন কেউ যেনো বাইরে খাবার না খান। এটা রোজাদারদের জন্য সম্মান দেখানো।

পুলিশ লাইন্সে গ্যাস সংকট, বাধ্য হয়ে লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে এ বিষয়টির দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমিও দেখলাম এখানে গ্যাস সংযোগ আছে কিন্তু লাইনে গ্যাস নেই। এই বিষয়টি নিয়ে আমি সঙ্গে সঙ্গে জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীকাল থেকে আসা করি গ্যাসের সমস্যা শেষ হবে।

উপদেষ্টা আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যেনো জিনিসপত্রের দাম না বাড়ায়। অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আমাদের দেশে উল্টো সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। ব্যবসায়ীদের অনুরোধ করবেন যেনো তারা জিনিসপত্রের দাম না বাড়ায়।

অতীতে রমজানে বাজার নিয়ন্ত্রণে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালাত। যা এখন দেখা যাচ্ছে না। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান না থাকলেও গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম আছে, এটাও আপনাকে বলতে হবে। যদি অভিযান না চালিয়ে যদি জিনিসপত্রের দাম কম থাকে এটা ভালো।

পরিদর্শনের সময়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্সের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ