
অবশেষে ডাঃ এস এম কবির হাসান সিভিল সার্জন, পটুয়াখালী ও এসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায়। ২ মার্চ রবিবার বিকালে একটি সুত্রে এ তথ্য টি জানা গেছে। প্রসঙ্গত: পাঠক মহল চোখ রাখুন সকালের খবর নিউজ পোর্টাল এর প্রতিটি খবরের দিকে।
কারণ অচিরেই আসছে সদ্য ওএসডি হওয়া পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান এর বিভিন্ন সময়ে করা নানা অনিয়ম দূর্নীতির অজানা খবর। এ সংবাদের সাথে উপরোক্ত ছবি টি সংগৃহীত।