
সাইফুল আকন্দ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী গ্রামের আফিল উদ্দিনের পুত্র হাবিল মিয়া । বর্তমানে তিনি সুন্দরগঞ্জ উপজেলা দক্ষিণ শ্রীপুর গ্রামে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছে।২০১৯ ইং সালে কিডনী রোগে আক্রান্ত হয়। প্রথমে সহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল , টঙ্গী গাজীপুর। এর সহকারী পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম (মুকুল)পরীক্ষা – নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় ইনিষ্টেটিইউ অফ কারডি ডায়াসেস এন্ড ইউরোলজি ঢাকায় পাঠান । হাসপাতালের চিকিৎসক আবারো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। কুর্মিটোলা হাসপাতালের সার্জারি বিভাগের ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান পরিক্ষা- নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । ঢাকা মেডিকেলের কিডনি বিভাগ জানিয়েছে হাবিলে একটি কিডনি সম্পুর্ণ নষ্ট হয়েছে অন্যটিও ইতোমধ্যে ২৭% ডেমেজ হয়েছে। দ্যূত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসক গন। কিডনি প্রতিস্থাপনের জন্য ৫/৬ লাখ টাকার প্রয়োজন। ইতোমধ্যেই চিকিৎসার খরচ যোগান দিতে বাস্ত ভিটাসহ ২৫ শতাংশ জমি বিক্রি করে নিঃস্ব। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় তার কিডনি প্রতিস্থাপনের বিপুল অংকের টাকা যোগাড় করা সম্ভব নয় । তিনি সমাজপতি , শিল্প পতি , প্রতিষ্ঠান ও বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন হাবিলের পরিবার । সোনালী ব্যাংক লিমিটেড গাজীপুর থানা হেডকোয়ার্টার শাখা গাজীপুর হিসেব নাম্বার ০২১৪৭০১০২৪৭১২ ও ডাচ্- বাংলা মোবাইল একাউন্ট -০১৭৪৫৬৪০৯০৭-৬ । সু – চিকিৎসা ও কিডনি স্হাপনের মাধ্যমে সুস্থ্য হয়ে বাঁচতে চায়।