
মোঃ সাইফুল ইসলাম হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার হরিরামপুর পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও ভ্রামামমান আদালত অভিযানে ব্যাবসা প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (২ মার্চ) উপজেলার ঝিটকা বাজারে রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখার জন্য এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার ও সরকারি কমিশনার ভূমি শাহরিয়ার ইসলাম যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । উপজেলার ভিক্ষা বাজারের নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যে দোকানে পণ্যের ম‚ল্য তালিকা না থাকায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ দারায় কাওসার স্টোরকে ১ হাজার টাকা শার্ট কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা সার্বিক সহযোগিতা করেন হরিরামপুর থানা পুলিশ।জনস্বার্থে বাজারে এ অভিযান অব্যহত রাখবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার ।