
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’—প্রতিপাদ্যে ২ মার্চ (রবিবার) সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও পালিত হলো ৭ম জাতীয় ভোটার দিবস- ২০২৫ উপলক্ষে রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গনেশ বিশ্বাসের সভাপতিত্বে অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনারার (ভুমি) মোঃ বদরুদ্দোজা,এসময় র্যালীতে অনন্যদের মধ্যে অংশ নেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ শাহাদাত হোসাইন, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা দ্রুব মন্ডল, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন, জামায়াত উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা সেক্রেটারি মাকসুদ হোসেন উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম ,ইমাম সমিতি নেতা মোহাম্মদ আলীসহ স্থানীয় সুধীজন।