নড়াইল জেলা প্রতিনিধি: তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার (২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ: ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, নড়াইল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হক, সহকারি অধ্যাপক মো. শামিমুর রহমান, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।