
আল আমীন,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগান কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: কামরুল হাসান সহ নির্বাচন অফিসে সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, “সুশৃঙ্খল, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সচেতন ভোটার তৈরির কোনো বিকল্প নেই। নতুন ভোটারদের দায়িত্বশীল হয়ে সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।