আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে রবিবার বেলা ১১ টায় জলমহলের ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আঠারগাছিয়া গ্রামের জনসাধারন ও ভুক্তভোগিরা।
জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীঃ তারিখ আমতলী উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আঠারগাছিয়া মৌজার ১ নং খাস খতিয়ানের ৩০০৭/৫০৯/৭৯০/৪০০/৭৭৮ নং দাগের ৬.২৫ একর হরিতকবাড়ীয়া জলমহলটি লোছা মৎস্যজীবি সমবায় সমিতি যার নিবন্দন নং ২০১১.১.১০২ ০৪০৯.০০৮৬ কে লিজ প্রদান করেন কিন্তু লোছা মৎস্যজীবি সমবায় সমিতির কার্যএলাকা হচ্ছে আমতলী পৌরসভা। সরকারী বিধিমালা অমান্য করে জলমহল ইজারা প্রদান করায় ইজারা বাতিল চেয়ে ১৭ ফেব্রুয়ারী মোকাম
আমতলীসহকারী জজ আদালতে বরগুনা জেলা প্রশাসক. আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৩ জনের নামে মামলা দায়ের করেছেন আঠারগাছিয়া একতা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি বদরুল হাসান খান বাকের বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবদীদের কার দর্শানোর আদেশ দিয়েছেন।
উক্ত জলমহলের ইজারা বাতিলের জন্য জলমহলের দুই পাড়ের শতশত জনগন রবিবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। আঠারগাছিয়া একতা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি বদরুল হাসান খান বাকেরের সভাপতিত্বে মানববন্দনে বক্তব্য রাখেন ভুক্তভোগি মো. মিজানুর রহমান, তোতা মিয়া, তোফাজ্জেল হোসেন খান, হোসেন মিয়া নুরজ্জামান, ছলেমান মিয়া ও আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন এই জলমহলে কচুরিপানায় ভরপুর ছিল জলমহলের দুপাড়ের লোকজন জরমহলের পানি ব্যবহার করার জন্য নিজেরা শ্রম দিয়ে কচুরি পানা উত্তোলন করে আঠারগাছিয়া একতা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এর নামে ইজারা নিয়ে জলমহলের পানি গৃহস্থালী কাজসহ সকল কাজে ব্যবহার করে আসছেন কিন্তু উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি অবৈধ ভাবে লোছা মৎস্যজীবি সমবায় সমিতিকে মৎস্য চাষের জন্য লিজ প্রদান করেন। ভুক্তভোগিরা জনান, লোছা মৎস্যজীবি সমবায় সমিতিকে জলমহল ইজারা দেওয়ায় তারা জলমহলের পানি ব্যবহার করতে পারবেনা
ভুক্তভোগিরা অবিলম্বে জলমহলের ইজারা বাতিল পূর্বক বৈধ ভাবে লিজ প্রদানের দাবী জানিয়েছেন প্রশসানের কাছে। এ ব্যাপারে উপজেলা জলমহল ব্যবস্থানা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এর কাছে জানতে চাইলে তিনি বলেন যেহুতে আদালতে মামলা হয়েছে এ বিষয় কোন মন্তব্য করবেন না বলে জানান।