
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও পরিবেশ সুন্দর রাখতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে একটি পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১লা মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে আত্রাই ব্রিজ এলাকায় এ অভিযান দিনভর অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আত্রাই উপজেলা শাখার সভাপতি মো.মতিউর রহমান শাহিন। তিনি বলেন,”মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন,আমরা চেষ্টা করেছি এলাকাবাসীর জন্য একটি সুন্দর ও পরিষ্কার পরিবেশ তৈরি করতে।এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা সমাজে সচেতনতা বাড়াতে চাই এবং সবাইকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের আহ্বান জানাই।”এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মো. মনোয়ার হোসেন,অফিস সম্পাদক মো.শাহিনুর ইসলাম,কর্মী তানভীর হোসেন,মোহাম্মদ নিহাল ইসলাম,মো.সিয়াম,সিহাবসহ উপজেলা ছাত্র শিবিরের বিভিন্ন ওয়ার্ডের কর্মীবৃন্দ।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা আত্রাই ব্রিজ এলাকার রাস্তাঘাট,ফুটপাথ ও আশেপাশের এলাকা পরিষ্কার করেন। এ সময় তারা এলাকাবাসীকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতামূলক বার্তাও দেন।ইসলামী ছাত্র শিবিরের এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।এলাকাবাসী সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।