
ভারতে মুর্শিদাবাদ জেলার এক NGO- Crescent Education And Welfare Trust এর মাধ্যমে মুর্শিদাবাদ জেলার ভগবনগোলা ব্লকের ডিহিপাড়া গ্রামে দুইশত-এর অধিক মানুষ কে একমাসের রোজা উপবাস উপলক্ষে খাদ্য দ্রব্য প্রদান করা হয়।
এ বিষয় টি নিশ্চিত করেছেন মুর্শিদাবাদ জেলার গণমাধ্যম কর্মী রাজিব উপাধ্যায়, তাছাড়াও পড়শী রাজ্য ঝাড়খণ্ড ও বিহারে পড়শী জেলা মালদা সব মিলিয়ে কমবেশি 650 টি পরিবারে এই নৈতিক পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে।ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান Crescent Academy এর সম্পাদক Md Sobiul Islam জানান যে এই এনজিও শুধুমাত্র শিক্ষাদান ই করেনা, এভাবে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে যেমন শীতবস্ত্র বিতরণ, ইয়াতিম ছাত্রদের পোশাক,পুস্তক, এমন কি খুব অসহায় হলে যাবতীয় সাহায্য করে। এভাবে ছাত্রদের মধ্যে নৈতিক ও সামাজিক দায়িত্ব তৈরি করাও হয়। এ ছাড়াও তিনি জানান এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা ছাত্ররা আজ রাজ্যের তথা দেশের বিভিন্ন শুধুমাত্র সরকার ই মেডিক্যাল কলেজে পাঠ্যরত কম করেও 12 জন।তার মধ্যে এই গ্রামের 3 জন ছাত্র সরকার মেডিক্যাল কলেজ যারা এই প্রতিষ্ঠানের ছাত্র । এই গ্রামেরই ছেলের ক্রিসেন্ট থেকে মাধ্যমিক পাস করেছিল 2022 এ 18 তম রঙ্ক করেছিল রাজ্যে । সেই তৌফিক মামুদ এ বছর 8তম রাঙ্ক করেছে উচ্চমাধ্যমিক এ আলামীন মিশনের খালাতপুর শাখা থেকে।তাছাড়াও বিভিন্ন স্বাস্থ্য জগতে প্রায় 50 জনের ও অধিক পাঠরত। এই প্রতিষ্ঠানটি আল আমীন মিশনের সহযোগিতায় চলে । তাছাড়াও প্রাক প্রাথমিক ও প্রাথমিক 3 টি প্রতিষ্ঠান ও এলাকার যুবতী ও বিধবা মহিলাদের জন্য tailoring school পরিচালনা করে। যেখানে অসহায় দুস্থ, এতিম ছাত্রদের বিশেষ সুবিধা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। খুবই স্বল্প ব্যয়ে এই বিশেষ শ্রেণীকে বিভিন্ন ভাবে সমাজ সেবার মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠানের সম্পাদক মোঃ সবিউল ইসলাম আরোও জানা কিভাবে সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতর জায়গায় নৈতিক মূল্যবোধের শিক্ষাকে পৌঁছে দেওয়া যায় এ বিষয়ে সুশীল সমাজের আরো বেশি বেশি করে ভাবনা চিন্তা করা প্রয়োজন। শিক্ষার মাধ্যমে বিনোদন ও বিনোদনের মাধ্যমে শিক্ষাই হচ্ছে সমাজে পৌঁছে দেওয়ার অন্যতম উপায়। উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক মোঃ সবিউল ইসলাম ,গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র তথা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ছাত্র Dr মোঃ সরফরাজ কিছু অভিভাবক এছাড়াও আরোও বিশিষ্ট ব্যক্তিবর্গ।