
অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক – সুজন।
এসময় মানববন্ধনে সুজন ২৮টি দাবি-দাওয়া উপস্থাপন করেন।
শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টায় মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশজুড়ে সন্ত্রাস, ছিনতাই, খুন ও ধর্ষণ বেড়ে গেছে। পাশাপাশি দ্রব্যমূল্য দিন দিন ঊর্ধ্বমুখী। যা বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডরোধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সুজনের নেতারা।
নওগাঁ জেলা সুজনের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে সাজু’র সঞ্চালনায় মানববন্ধনর বক্তব্য দেন, এ্যাড: মিনাজুল ইসলাম, সুজন প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, মোকছেদ আলী, নওগাঁ গণ ফোরামের সভাপতি বিন আলী পিন্টু শেখ প্রমুখ।