
ফরিদপুর ৩ আসনে মনোনয়ন পত্র জমাদানের দিন-ক্ষন স্থির ও সার্বিক বিষয়ে মত বিনিময়ের জন্য জরুরী যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধায় শহরতলীর আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যেগে এই সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকার মনোনয়ন প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক।
এই সময় তিনি নেত্রীবৃন্দের উদ্দেশ্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সাংসদ নিবাচনে ফরিদপুর- ৩ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছে। এই ফরিদপুরে নৌকাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। অনেকই নৌকার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবেন। সেই দিকে নজরধারী রেখে সকল ধরনের হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে এই ফরিদপুর ৩ আসনে নৌকাকে বিজয়ী করতে হবে।
আমি জানতে পারলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে একে আজাদ ফরিদপুরে নির্বাচন করবেন, তাকে আমি স্বাগতম জানায় তবে নির্বাচন নামে কোন ধরনের সহিংসতা সৃষ্টি করলে সেটার পরিনাম ভাল হবেনা, আমরা সবাই এক সাথে থাকতে চাই, একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। তারি ধারাবাহিকতা আপনাদের প্রতি আমার আহবান থাকবে, সকল ধরনের নির্বাচনীয় বিধিমালা মেনে আমরা মনোনয়ন পত্র দাখিল করবো।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ বলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরে আমাদের বিরুদ্ধে একটি মহল নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তবে কোন ষড়যন্ত্র আমাদের কে থামাতে পারে নাই। এই বারে ও কোন ষড়যন্ত্র নৌকাকে বিজয়ী হতে আটকাতে পারবেনা। নৌকার বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।সামনে মনোনয়ন দাখিল করার সময় সকল নেত্রীবৃন্দের উপস্থিত থাকার আহবান জানায়
এ সময় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, পৌর মেয়র অমিতাভ বোষ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল রাজ্জাক মোল্লা,সাবেক যুবলীগের সভাপতি জিয়াউর রহমান মিঠু, শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির,সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।