
রমজানে নিত্যপণ্যের দাম ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন-গোলাম মোহাম্মদ কাদের
প্রিয় দেশবাসী, আস্সালামু আলাইকুম।
মহিমাময় মাহে রমজান আমাদের সামনে হাজির হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে। পূণ্যময় এই রমজানে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম এর প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। রমজানের ফজিলতে মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সংহতি, ও সমৃদ্ধি কামনা করছি। এ উপলক্ষে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি জানাচ্ছি আন্তরিক ভালোবাসা।
দেশবাসী ভাই ও বোনেরা,
মহান আল্লাহর পক্ষ থেকে মাহে রমজান আমাদের জন্য এক অতুলনীয় উপহার। মাহে রমজান হচ্ছে মাসব্যাপী পূণ্যেভরা অনুপম প্রশিক্ষণ। সিয়াম সাধনায় ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা নিহিত। রমজানের শিক্ষায় আমরা যেনো পরবর্তী মাসগুলো ইসলামের মহান আদর্শে দিনাতিপাত করতে পারি। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার শিক্ষা রয়েছে মাহে রমজানে। সিয়াম সাধনার পূর্ণ ফজিলতে সবার সকল অধিকার নিশ্চিত হবে। একইসাথে আমরা যেনো ব্যক্তি, রাষ্ট্র ও সমাজ জীবনে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণীত হতে পারি। আমরা যেনো স্বজন ও প্রতিবেশীদের প্রতি কর্তব্যনিষ্ঠ হয়ে অসুস্থ, অনাহারি, রোগাক্রান্ত ও অসহায় মানুষের পাশে থাকি।
সরকারের প্রতি আহ্বান,
রমজানে নিত্যপন্নের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। সাধারণ মানুষ যেন স্বস্তিতে রমজান পালন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন।
আপনাদের উন্নত, সমৃদ্ধ ও মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করছি-
গোলাম মোহাম্মদ কাদের
চেয়ারম্যান, জাতীয় পার্টি।
প্রসঙ্গত: রমজান উপলক্ষে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বানী ও তাঁর ছবি সংগ্রহে মোঃ কামরুজ্জামান হেলাল।