ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

কাঁঠালিয়ায় জোরপূর্বক মাটি কেটে জমি দখল, বাঁধা দেওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জোরপূর্বক রাতের আধারে মাটি কেটে জমি দখল করায় বাঁধা দিলে ৩জনকে কুপিয়ে জখম করে। শনিবার (১লা মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাং চেনলা। এরআগে শুক্রবার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর জখম হয়ে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে সোহরাব হাওলাদার (৫০), নুরুল ইসলাম (৩৫), আউয়াল হাওলাদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় আছে।

স্থানীয়রা জানায়, আবুবকরদের এবং সোহরাব হাওলাদারদের সাথে অনেকদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে এটা নিয়ে ঝালকাঠি আদালতে মামলা চলমান রয়েছে। এদের দীর্ঘদিন ধরে এলাকার গণ্যমান্য লোকজন অনেক বার শালিসি মিমাংসা করার চেষ্টা করছে তবে আবুবকরদের পক্ষের লোকজন মানে না। শুক্রবার রাতে তারা লোকজন নিয়ে ধানের জমির মাটি কেটে দখল করে নেয়। সকালে সোহরাবেরা দেখতে পেয়ে তারা এসে বাঁধা দিলে তাদের সবাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এরপর রক্তাক্ত অবস্থায় ৩জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নুরুল ইসলাম ও আউয়াল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে প্রেরন করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে।

আহত সোহরাব হাওলাদারের মেয়ে, মোসা. তানিয়া আক্তার বলেন, বাবার ২৫ শতাংশ ধানের জমি নিয়ে আবুবকরদের সাথে প্রায় ২ বছর ধরে ঝামেলা চলছে। এটা নিয়ে একাধিকবার শালিসি বৈঠক হইছে তবে আবুবকরেরা মানে না কারণ জমির দলিল আমাদের ওরা জমি পাবে না তাই তারা শালিসি মানে না। এরপর তারা আমাদের নামে উল্টো ঝালকাঠি আদালতে মামলা দায়ের করে বর্তমানে মামলা চলমান আছে তারপরও তারা জোরপূর্বক রাতের আধারে মাটি কেটে দখল করে নেয়। সকালে আমরা দেখতে পেয়ে সেখানে গিয়ে মাটি কাটা বাঁধা দিলে আমাদের উপর আবুবকর, আব্দুর রহমান, আব্দুল আলিম, নজরুল ইসলাম, রফিক হাওলাদার, সামসুলহক, রেকসোনা, জয়নব, রেহেনা, মরজিনা, সালামসহ আরো অনেক লাঠিসোঁটা দা, খোন্তাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। বর্তমানে আমরা বাবা চাচারা বরিশাল হাসপাতালে ভর্তি আছে।

এবিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি৷

এবিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাং চেনলা বলেন, ক্ষতিগ্রস্তদের অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হবে।

ক্যাপশনঃ জোরপূর্বক মাটি কেটে জমি দখল করার সময় বাঁধা দিলে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

ক্যাপশনঃ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।

শেয়ার করুনঃ