
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
রমজানে বাজারে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালীতে বাজার মনিটরিং করা হচ্ছে। জানা গেছে, ১ মার্চ শনিবার সকালে পটুয়াখালী পৌর শহরের পুরান বাজার ও নিউমার্কেট কাঁচা বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় প্রকাশ্যে মূল্য তালিকা না থাকা, অধিক দামে পন্য বিক্রি ও খাবার সঠিক ভাবে না রাখায় ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়। পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ মোঃ শোয়াইব হোসেন গণমাধ্যমের প্রতিনিধিদের জানান, বাজার নিয়ন্ত্রনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পুরো রমজান মাস জুড়ে অভিযান পরিচালনা করা হবে। যদি কোন মজুদদার পন্য অবৈধভাবে মজুদ করে দাম বৃদ্ধির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।