
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার রাতে পল্লবীর বাউনিয়া বেড়িবাধ রোডের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
শনিবার (১ মার্চ) সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
পল্লবী থানা সূত্রে জানা যায়,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পল্লবী থানাধীন মিরপুর- ১১ নম্বরের ই-ব্লকের বাউনিয়া বেড়িবাধ রোডের একটি ১৪ তলা ভবনের পার্শ্বে নির্মাণাধীন পল্লবী টাওয়ারের টিনের বেড়ার পার্শ্বে বালুর স্তুপের ওপর বিপুল সংখ্যক চায়নিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখান থেকে ৩০০ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে