ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং

যুবকদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় খেলাধুলার গুরুত্ব অপরিসী: বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন এই যুবকরা। যুবকরা যত সুস্থ থাকবে, যত বেশি শক্তিশালী থাকবে তবেই আমাদের দেশ এগিয়ে যাবে। তাই এই যুবকদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন। আর এই লক্ষ্যে তাদেরকে বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত রাখতে হবে। আর শ্যাডো ক্রিকেট খেলা তারই প্রাথমিক ধাপ। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন খেলার মাঠে কলাপাড়া বাজার আয়োজিত নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষা এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত না থাকলে ঐ সকল যুবক মাদকে আসক্ত হয়। যার ফলে তাদের পরিণতি হয় কিশোর ফলে তারা সমাজে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। কলাপাড়া উপজেলায় এই ধরনের যত খেলাধুলা হবে সকল খেলায় সহায়তা দেবেন বলে জানান তিনি। টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার। কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বরসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। খেলায় নাহিয়ান ট্রেডার্স বাদুরতলী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আরিফ সিকদার ও পৌর ব্যবসায়ী সমবায় সমিতির ক্রীড়া সম্পাদক রহিমুল হক হিরু। খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

শেয়ার করুনঃ