
আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা থেকে পাইলট (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের উকিল পাড়া এলাকায় ডিবির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি।আটক পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, আটক পাইলট একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক, মার্ডার এবং চাদাবজীসহ মোট ৮টি মামলা রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার রুম থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।ওসি আরও জানান, আটকের পর তার বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করে জেলে পাঠানো হবে।