ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ১ম ইফতার ও দোয়া মাহফিল
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ আটক-০২
আমরা চাই ঢাকা হোক ‘ন্যায্যতার শহর’: পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক
প্যারিসে আয়োজিত পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়েছেন ডিএনসিসি প্রশাসক
জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলেন সাংবাদিকতার পাশাপাশি বিএনপি’র নেতা… শিমুল 
দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে:-আবু সুফিয়ান মুক্তার
ফুলবাড়ীতে থাউজেন্ট হসপিটালাস্ এর উদ্যোগে মাঝে ইফতার বিতরণ
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম
রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধায় এবি পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
শংকরপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা
সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

সন্ত্রাসীদের বিরুদ্ধে ডিবির ‘অলআউট অ্যাকশন’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, রমজানে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ডিবি পুলিশ। বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে অলআউট অ্যাকশন চালানো হবে।

শনিবার(১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবি পুলিশের পরিকল্পনা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস ভূমিকা পালন করছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ডিবি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে। এটা হবে বিশেষ গোয়েন্দা অভিযান। এই অভিযানে গোয়েন্দা পুলিশের সদস্যরা ছদ্মবেশে মানুষের মাঝে থেকে অপরাধীদের আটক করবে। রমজানে মানুষের কর্মযজ্ঞতা বাড়ে। বিশেষ করে টাকার লেনদেন বেশি হয়। ব্যাংক ও বিমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের ভীড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে মানুষের ভীড় বাড়ে। এই সকল স্থানে কেউ যেনো নাশকতা ঘটাতে না পারে সে জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া দূরের যাত্রা পথে কোনো ধরনের দূর্ঘটনা না ঘটানো হয় সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমরা আগে থেকেই তথ্য প্রযুক্তি বাড়িয়েছে ডিবি।

আমাদের গোয়েন্দা তথ্য বলছে,যারা চুরি ডাকাতি ও ছিনতাই করছে। তাদের বেশিরভাগেরই বয়স ১৫ থেকে ২০ এর মধ্যে। তারা অনেকেই কিশোর গ্যাং এর সদস্য। এই অপরাধীদের ফ্যাসিষ্ট রাজনৈতিক দল তাদের ইন্ধন দিয়ে অপরাধে জড়াতে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন,বিভিন্ন এলাকায় সন্ত্রাসী বাহিনী কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা অলআউট অ্যাকশনে যাচ্ছি।

আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর তৎপরতা বাড়িয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনা বাহিনী। আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের কে সহযোগিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতিতি ধিরে ধিরে উন্নতি হচ্ছে। আমরা আশা করছি আরও ভালো অবস্থা দেখতে পাবেন। ডিএমপিতে সাদা পোশাকে ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়া বা আটক করলে আমাদের জানাবেন। পাশাপাশি নাশকতার কোনো তথ্য থাকলে ডিবিকে সহযোগিতা করবেন। তথ্য দাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের দক্ষিণের যুগ্ম কমিশনার সৈয়দ হারুন অর রশীদ,গোয়ন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া,গোয়ন্দা দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এবং ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি,মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ