খুলনার রূপসায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে এঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরিফ কসাইয়ের। তিনি খুলনা সদর থানাধীন মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশের সুত্রে জানা গেছে, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আরিফ (২৩) নামে এক যুবক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় কসাই রুবেলের মাংসের দোকানে যায়। আরিফ রুবেল কসাইয়ের নিকট দীর্ঘদিন ধরে মাংস ক্রয়-বিক্রয় করে আসছিল। সেই সূত্রে ২ লাখ ৫০ হাজার টাকা রুবেলের নিকট পাওনা হয় আরিফের। পাওনা টাকা চাইতে এলে রুবেল এবং আরিফের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে আরিফকে ধারালো চাপাতি দিয়ে মাথায় সজোরে আঘাত করে।
স্থানীয়রা আরিফকে উদ্ধার করে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে আরিফের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এঘটনার জের ধরে উভয়েপক্ষের সংঘর্ষে শাহীনসহ আরো কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন রূপসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান।