
পঞ্চগড়ের বোদা পৌর শহরের সুনামধন্য রংধনু কিন্ডারগার্টেনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে রংধনু কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মমতাজ জাহানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রংধনু কিন্ডার গার্টেনের পরিচালক সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোদা পল্লী সাহিত্য সংস্থার পরিচালক ও মানবাধিকার কর্মী হারুন আর রশীদ, সাবেক ছাত্র নেতা ও বোদা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল প্রমুখ।
এর আগে গত বুধবার বেলুন উড়িয়ে রংধনু কিন্ডার গার্টেনের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রংধনু কিন্ডার গার্টেনের পরিচালক বিশিষ্ট সাংবাদিক সাকোয়া ডিগ্রি কলেজর সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী অবিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
রংধনু কিন্ডার গার্টেনের স্কুলটি প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন তিনি উদ্বোধনী বক্তব্যে জানান, স্কুলটি নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্যই এ স্কুল প্রতিষ্ঠিত হয়। মনোরম পরিবেশে স্কুলটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও সুস্থ মানসিক গঠন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে এবং আগামী দিনগুলোতে শিক্ষার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।