
হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদিআরবে। ফলে আগামীকাল শনিবারথেকে দেশটিতে শুরু হচ্ছে প্রথম রোজা ।
সৌদি আরবে চাঁদ দেখার জন্য বিভিন্ন জায়গাতে বেশ কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইরএবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার জন্য আজ সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘলাহওয়া শুরু করে। এতে করে সেখান থেকে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে এবং সেখান থেকে চাঁদ দেখতে পাওয়া যায়নি ।
কিন্তু সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের কাছের আকাশ কিছুটা পরিস্কার ছিল। সেখানে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবেচাঁদের অনুসন্ধান শুরু হয়।
বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সূর্য অস্ত গেছে, তবে ওই অঞ্চলে চাঁদ দেখা যায়নি। কিন্তু ওই সময়ও দেশেরঅন্য পর্যবেক্ষণ কেন্দ্রে অনুসন্ধান অব্যাহত থাকে। এরপর ৫টা ৫৭ মিনিটে তারা চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়।
এর আগে স্থানীয় সময় দুপুরে সাধারণ মানুষকে আবারও খালি চোখে অথবা দুরবীন ব্যবহার করে চাঁদ দেখার আহ্বান জানানো হয়। ওইসময় বলা হয়, কেউ যদি চাঁদ দেখে থাকেন তিনি যেন নিকটস্থ কোর্টে জানাতে অনুরোধ করা হয় ।