ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাসের ধাক্কায় নিহত ২

লালমনিরহাটে চাকরির পরীক্ষায় অংশ নিতে জেলা সদরে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজি নিহত হয়েছেন।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের রমজান আলী ওরফে বাচ্চা (৪৫) এবং তার ভাতিজি খাদিজাতুল কোবরা (২৬)।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে লালমনিরহাট জেলা জজ আদালতের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে খাদিজা তার চাচা রমজান আলীর মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে জেলা সদরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা নাবিলা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চাচা রমজান আলী মারা যান।

গুরুতর অবস্থায় খাদিজাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই মহাসড়কে প্রায় দুর্ঘটনা ঘটে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ এলাকাবাসীর।

ওসি আলী আকবর বলেন, দুর্ঘটনার পরপর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সড়কে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী। এসময় তিনি দুর্ঘটনা রোধে সড়কে স্পিড ব্রেকার নির্মাণের কথা বলেন।

শেয়ার করুনঃ