ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ১ম ইফতার ও দোয়া মাহফিল
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ আটক-০২
আমরা চাই ঢাকা হোক ‘ন্যায্যতার শহর’: পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক
প্যারিসে আয়োজিত পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়েছেন ডিএনসিসি প্রশাসক
জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলেন সাংবাদিকতার পাশাপাশি বিএনপি’র নেতা… শিমুল 
দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে:-আবু সুফিয়ান মুক্তার
ফুলবাড়ীতে থাউজেন্ট হসপিটালাস্ এর উদ্যোগে মাঝে ইফতার বিতরণ
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম
রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধায় এবি পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
শংকরপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা
সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

তানোরে মুকুলে মুকুলে ভরে গেছে আম গাছ পরিচর্যায় ব্যস্ত চাষিরা

রাজশাহীর তানোরে মুকুলে মুকুলে ভরে গেছে আম ও লিচুর গাছ। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। বাম্পার ফলনের আশায় নতুন স্বপ্ন বুনছেন বাগান মালিকরা। আমের গাছ গুলোতে সোনালি মুকুলে অপরুপ সৌন্দর্য ও সুগ্ধে মুখোরিত মাঠ ঘাট পাড়া মহল্লা। লিচু গাছেও থোকায় থোকায় দোল খাচ্ছে এসব সোনালী রংঙ্গের মুকুল। উপজেলার বিভিন্ন আম বাগান সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাগানে বাগানে উঁকিঝুঁকি দিয়ে সোনালি রঙে সেজে উঠেছে আমের সোনালি মুকুল। সেই সোনালি মুকুলের গন্ধে মৌ মৌ সুভাষ ছড়াচ্ছে গ্রাম পাড়া মহল্লাজুড়ে। গত বছরের চেয়ে এ বছর অবাহাওয়া অনুকুলে থাকায় প্রায় প্রতিটি আম ও লিচু গাছ গুলো ভরে গেছে মুকুলে মুকুলে।

আম চাষিরা বলছেন গত বছরের চেয়ে এবছর গাছে অনেক বেশি মুকুল এসেছে। এই মুহূর্তে বৃষ্টি হওয়াটা জরুরি। বৃষ্টি না হলে গাছের মুকুল গুলো ঝরে পড়বে। তাই অনেকেই গাছে স্প্রে করে ভিটামিন ও পানি দিতে শুরু করেছেন। এবছর আম ও লিচুর ফলন ভালো হওয়ায় সম্ভাবনা রয়েছে বলেও জানান অনেক বাগানী। বাগানীরা বলছেন, অবাহাওয়ার কারণে যদি মুকুল ঝরে না পড়ে তাহলে এবার আম চাষিরা অনেক বেশি লাভ বান হবেন। যদি বৃষ্টি না হয় তাহলে বাগানীরা ক্ষতির মুখে পড়বেন বলেও শংকা প্রকাশ করেন অনেক বাগানী।

তানোর উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভাবে গড়ে তোলা হয়েছে আম ও লিচু বাগান। এর মধ্যে সব চাইতে বেশী আম বাগান রয়েছে বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায়। এছাড়াও তানোর উপজেলা বিভিন্ন এলাকার পাড়া মহল্লা ও সরকারী রাস্তার ধারে রোপন করা আম গাছ গুলো ভরে গেছে মুকুলে মুকুলে। বাগান চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গত বছরে আম গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেনি। তাই এবার প্রথম দিক থেকেই গাছে গাছে ভিটামিন স্প্রে, গাছের গোড়ায় সার, মুকুলে ফিতা দিয়ে পানি সেচ দিয়ে পরিচর্যা করছেন আম চাষিরা। যাতে করে আম আসার সময় মুকুলের গোড়া শক্ত হয়। এবার আম চাষিরা আশা করছেন, আবহাওয়া ভালো থাকলে আম গাছে অনেক আম আসবে।

তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, অবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। আম চাষিরা নিজ নিজ আম বাগানের পরিচর্যা শুরু করেছেন। আম ও লিচুর প্রায় গাছেই দেখা যাচ্ছে আমের সোনালি মুকুল। তিনি বলেন, এ বছর প্রচুর পরিমাণ গাছে মুকুল ফুটেছে, এমনকি মুকুলের কোন ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা নেই। মুকুল যথা সময়ে বের হয়েছে। তিনি আরো বলেন, আগাম মুকুল ঝরে যাবার (নষ্ট হয়ে যাবার) সম্ভাবনা থাকে। এখনই গাছে সেচ বা বৃষ্টিরও খুব দরকার নেই। তবে ফাল্গুন মাসের মাঝ খানে বৃষ্টি হলে তা ভালো ফলাফল বয়ে আনবে। এখনকার আম চাষিরা সচেতন, তারা সারা বছর ধরে সার সেচ আর পুষ্টিসাইড দিয়ে গাছের পরিচর্যা করে যাচ্ছেন বলে তিনি জানান।

শেয়ার করুনঃ