
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদেশী সেভেন গিয়ার ধারালো চাকুসহ আলোচিত ছিনতাই চক্র ও গ্যাং গ্রুপ রাকিব গ্রুপের লিডার রাকিব (২৫) ও তার অন্যতম সহযোগী মো.ফয়সালকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানাধীন শামিম স্বরনী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে র্যাব-৪ এর একটি দল।
শুক্রবার(২৮ ফেব্রুয়ারি রাতে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. সাইদুর রহমান শেখ এ তথ্য জানান।
তিনি জানান,তারা মিরপুর এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী আলোচিত ছিনতাই চক্র। রাকিবের নেতৃত্বে গ্রুপের অন্যান্য সদস্যদের নিয়ে দীর্ঘদিন যাবত মিরপুর মডেল,কাফরুল ও পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় বিদেশী চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় চলাচলরত জনসাধারনের কাছ থেকে স্বর্ণলংকার,নগদ টাকা,মোবাইল,মানিব্যাগ, হাতঘড়িসহ মুল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। ‘‘রাকিব গ্রুপ’’এর ভয়ে এলাকার সাধারন মানুষ আতঙ্কিত ছিল।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর,মিরপুর মডেল এবং কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে