ঢাকা, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একমাত্র ইসলামী শাসকই পারে দেশে শান্তি ফিরিয়ে আনতে: এডভোকেট মাহফুজুল হক
তিতাস নদীতে অভিযান, সাড়ে চার হাজার মিটার রিং জাল ধ্বংস
নওগাঁয় এসপি’র বডিগার্ড পরিচয়ে চাঁদাবাজি গ্রেফতার-১
তারেক রহমানের পক্ষ থেকে নেছারাবাদ বিএনপি’র ঈদ উপহার বিতরণ
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু
নড়াইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
নলতায় এমজে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান
কালিগঞ্জ বিষ্ণুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ফরহাদ
গৃহযুদ্ধ-সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ডাব পাড়তে ডেকে নিয়ে ভাতিজাকে হত্যা,চাচা আটক নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংক থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে ৪৬,৯০০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে রূপসী নওগাঁ’র ঈদ উপহার পেলো শতাধিক অসহায় পরিবার

নেছারাবাদে বিএনপি নেতার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মৃধার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাটি গ্রামে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পরিবার ও পুলিশ।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান চাঁন মিয়া বলেন, রাত আড়াইটার দিকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের চিৎকার শুনে এসে দেখি রান্নাঘরে আগুন জ্বলছে। তাৎক্ষণিক ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ফায়ার সার্ভিস ও নেছারাবাদ থানায় অবহিত করি। তাৎক্ষণিকভাবে বাজারে টহলরত পুলিশ এএসআই মো. মনির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভুক্তভোগী সোহেল রানা মৃধা জানান, রাত আড়াইটার দিকে আগুন লাগার শব্দ শুনে ঘুম থেকে জেগে দেখি রান্না ঘরে দিকে আগুন জ্বলছে। তাৎক্ষণিক চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। আমার জনপ্রিয়তা দেখে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে ধারণা করছি।

স্থানীয় গ্রাম চকিদার মো. ইমদাদুল হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন মূল ঘরে যাবার আগেই স্থানীয়রা তা নিয়ন্ত্রণ করে। বিষয়টি নেছারাবাদ থানায় জানানোর পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, এটা কি রান্নাঘর থেকে লেগেছে নাকি অন্য কেউ লাগিয়ে দিয়েছে। সঠিক কিছু এই মুহূর্তে জানানো সম্ভব নয়।

নেছারাবাদ ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি, আমরা ঘটনা স্থানে পৌছামোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণ করেছে স্থানীয়রা।

শেয়ার করুনঃ