ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় পৃথক পৃথক ঘটনায় নিহত-২
নড়াইলে’ঊষার আলোর সূর্যসংঘে’র পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা
সংস্কারের আগে বাংলাদেশে কোন নির্বাচনের সুযোগ নেই: জামায়াত নেতা নাজমুল হক সাঈদী
রেমিট্যান্স যোদ্ধাদের অ্যাওয়ার্ড দিলেন গাইয়ারচর ইসলামিক ইয়ং লিডার্স প্লাটফর্ম
ব্রাহ্মণবাড়িয়া চলন্ত ট্রেন পাহাড়িকা ছাদ থেকে পরে যুবকের মৃত্যু
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন

নেছারাবাদে বিএনপি নেতার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মৃধার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাটি গ্রামে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পরিবার ও পুলিশ।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান চাঁন মিয়া বলেন, রাত আড়াইটার দিকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের চিৎকার শুনে এসে দেখি রান্নাঘরে আগুন জ্বলছে। তাৎক্ষণিক ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ফায়ার সার্ভিস ও নেছারাবাদ থানায় অবহিত করি। তাৎক্ষণিকভাবে বাজারে টহলরত পুলিশ এএসআই মো. মনির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভুক্তভোগী সোহেল রানা মৃধা জানান, রাত আড়াইটার দিকে আগুন লাগার শব্দ শুনে ঘুম থেকে জেগে দেখি রান্না ঘরে দিকে আগুন জ্বলছে। তাৎক্ষণিক চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। আমার জনপ্রিয়তা দেখে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে ধারণা করছি।

স্থানীয় গ্রাম চকিদার মো. ইমদাদুল হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন মূল ঘরে যাবার আগেই স্থানীয়রা তা নিয়ন্ত্রণ করে। বিষয়টি নেছারাবাদ থানায় জানানোর পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, এটা কি রান্নাঘর থেকে লেগেছে নাকি অন্য কেউ লাগিয়ে দিয়েছে। সঠিক কিছু এই মুহূর্তে জানানো সম্ভব নয়।

নেছারাবাদ ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি, আমরা ঘটনা স্থানে পৌছামোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণ করেছে স্থানীয়রা।

শেয়ার করুনঃ