
রাজশাহীর বাগমারায় নৌকা মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মনোনয়ন প্রাপ্তির পর ঢাকা থেকে ফেরার পর এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার বেলা পাঁচ ঘটিকায় উপজেলা সদর ভবানীগঞ্জ আলু পট্রিতে এক পথসভার আয়োজন করা হয়।
গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরাত আলীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. সফিকুল ইসলাম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের নৌকা মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ প্রমুখ।
তৃনমূল আওয়ামীলীগের সর্ব স্তরের নেতা-কর্মীরা নৌকা মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে বাগমারা উপজেলা প্রশাসন চত্বরে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।