ঢাকা, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একমাত্র ইসলামী শাসকই পারে দেশে শান্তি ফিরিয়ে আনতে: এডভোকেট মাহফুজুল হক
তিতাস নদীতে অভিযান, সাড়ে চার হাজার মিটার রিং জাল ধ্বংস
নওগাঁয় এসপি’র বডিগার্ড পরিচয়ে চাঁদাবাজি গ্রেফতার-১
তারেক রহমানের পক্ষ থেকে নেছারাবাদ বিএনপি’র ঈদ উপহার বিতরণ
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু
নড়াইলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল
নলতায় এমজে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান
কালিগঞ্জ বিষ্ণুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ফরহাদ
গৃহযুদ্ধ-সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ডাব পাড়তে ডেকে নিয়ে ভাতিজাকে হত্যা,চাচা আটক নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংক থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে ৪৬,৯০০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে রূপসী নওগাঁ’র ঈদ উপহার পেলো শতাধিক অসহায় পরিবার

রায়পুরে জমিসংক্রান্ত জেরে হামলায় নারীসহ আহত -৩

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত জেরে অতর্কিত হামলায় মহিলা সহ তিনজন আহত হয়েছে। আহত আব্দুর রহিমের স্ত্রী জোসনা বেগম (৫১) ও তার দুই পুত্র রাকিব হোসেন (২৮), রায়হান হোসেন (২৩)। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।২৮ ফেব্রুয়ারী ( শুক্রবার) সকাল সাতটায় রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন, ২নং ওয়ার্ড, সর্দার স্টেশন, মেইন রোডের উপর হুমায়ুন সর্দারের মুদির দোকানের সামনে ঘটনাটি ঘটেছে বলে রায়পুর থানার অভিযোগ সূত্রে জানা যায়।অতর্কিত হামলাকারীরা হচ্ছেন, একই ইউনিয়নের দক্ষিণ উদমারা সর্দার বাড়ির মৃত নজির আহম্মদ সর্দার এর ছেলে মনির হোসেন সর্দার (৬০), হুমায়ুন কবির (৪০), মিল্লাদ হোসেন (৩৫), জোবায়ের হোসেন (৩২), খোরশেদ আলম সর্দার (৫৫)।মারধরের পূর্বে ২৭ ফেব্রুয়ারী রাত অনুমান সারে আটটার সময় খোরশেদ আলম সর্দার চোখ তুলে নেওয়ার হুমকিও দেয়।
এবিষয়ে হামলায় আহত জোসনার স্বামী বলেন, বিগত ৫০ থেকে ৬০ বছর ধরে পূর্ব হইতে জায়গা জমির বাগ বন্টনের বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের বিষয় নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিসি দরবার হয়। কিন্তু তারা কারও কথার কর্নপাত করে না। তারা আমার পিতার মৃত্যুর পর থেকে আমার পিতার ওয়ারিশী এবং মালিকানাধীন সম্পত্তি জোর পূর্বকভাবে জবরদখল করিয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসিতেছে। মালিকানাধীন সম্পত্তি আমাকে আমার অংশ বুঝিয়ে দিতে বলিলে তারা আমাকে আজ বা কাল বুঝিয়ে দিবে দিচ্ছি বলিয়া কাল ক্ষেপণ করিয়া আসিতেছে। আজকের ঘটনার দিন, তারিখ ও সময়ে তাদের কাছে আমার ছেলে রাকিব সম্পত্তি বুঝিয়ে চাইলে তারা আমার সন্তান ও স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে তাদেরকে বেদম মারপিট করে এতে আমার দুই ছেলে রাকিব ও রায়হান এবং আমার স্ত্রী জোসনা বেগম গুরুতরভাবে আহত হয়। আহত রাকিব, রায়হান ও জোসনা বেগম কে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসার জন্য ভর্তি কর হয়। যার রেজি নং -৪৫৪/১৭, ৪৫৫/১৭৬, ৪৫৬/১৭৭। এখন আমি আমার পরিবার ও সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগতেছি। আমি আমার জমি জবরদখলকারীদের এবং সন্তান ও স্ত্রীর উপর অতর্কিত হামলার বিচার দাবী করছি। ”

হুমায়ূন সর্দার, মনির সর্দার, মুঠোফোনে হামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, “জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাদের সঙ্গে ধাক্কা ধাক্কি এবং হাতাহাতি হয়েছে।”
এবিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ” জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ”

শেয়ার করুনঃ