
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান/২৩ইং এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসার ফিরোজ আহম্মদ এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস এর সঞ্চালনায় “জাতীয় ইঁদুর নিধন অভিযান/২৩ ইং” এর শুভ উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।
এসময় উপ-সহকারী উদ্ভিদ র্সরক্ষণ অফিসার আবু বক্কর সিদ্দীক,উপ-সহকারী কৃষি অফিসার মাহাবুব রহমান, সুজন ইসলাম, মাইনুল ইসলাম, মশিউর রহমান, শুক তারা পারভীন, বিরামপুর প্রেস ক্লাব সভাপতি আকরাম হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, কৃষক আতিয়ার রহমান, জহুরুল হক, মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।