
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরের রাস্তাঘাট সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধনে পৃথক পৃথক বক্তব্যে বক্তারা বলেন, পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিম এবং পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তাদের ভাইয়েরা এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করেছে। বিশেষ করে নাজিরপুর থেকে বৈঠাকাটা, নাজিরপুর চৌঠাইমহল বাসস্ট্যান্ড হতে বাবুরহাট(খেজুরতলা) বাজার পর্যন্ত এ রাস্তার কাজ না করেই প্রায় দেড় শত কোটি টাকা আত্মসাৎ করেছে। এই সব অর্থলুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবী জানান, এবং জনদূর্ভোগ লাঘবের জন্য প্রধান উপদেষ্টার কাছে নতুন করে বাজেট দেওয়ার বিনীত অনুরোধ জানান।এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা জামায়েতের আমীর আব্দুর রাজ্জাক, সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দীন, উপজেলা শ্রমীক কল্যান ফেডারেশন সভাপতি মো: মাহাফুজ, শ্রীরমকাঠী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, শিবিরের সভাপতি আবু হানিফ, সেক্রেটারী মো: সাকিব, প্রফেসর প্রদীপ কুমার হালদার, এ্যাড.আবু সাঈদ মোল্লা প্রমূখ।